ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিশ্চিত করেছে যে, তাদের ঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি সম্প্রতি ইসরায়েলের একটি বিমান হামলায় নিহত হয়েছেন। হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইয়েমেনের রাজধানী সানায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আক্রমণ পরিচালনা করে। এতে প্রধানমন্ত্রীর পাশাপাশি আরও কয়েকজন শীর্ষস্থানীয় হুথি নেতা নিহত হন বলে দাবি করা হয়েছে।

আইডিএফ-এর পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, সানায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সময় হুথি নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যেখানে আহমেদ আল-রাহাভিসহ একাধিক ঊর্ধ্বতন নেতা ‘নিশ্চিহ্ন’ করা হয়। এই হামলাকে তারা ‘একটি সফল প্রতিরক্ষা অভিযান’ বলে অভিহিত করেছে।
হুথি গোষ্ঠীটি ইরানের সরাসরি সমর্থনপুষ্ট এবং বহু বছর ধরে ইয়েমেনে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে আসছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা উত্তর-পশ্চিম ইয়েমেনের একটি বড় অংশ দখল করে নেয় এবং একই বছরের শেষ দিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর থেকেই দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধ শুরু হয়, যা আজও থামেনি।
এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল ও হুথি গোষ্ঠীর মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ তুলনামূলকভাবে বিরল হলেও, সাম্প্রতিক এই হামলা আগামী দিনগুলোতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

