দেশে একজন ব্যক্তিও বেকার থাকবে না: গণপূর্তমন্ত্রী
- জাতীয় - সরকার
- ০১ ডিসেম্বর ২০১৯ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৩৯০০৩
ঢাকা, ৩০ নভেম্বর ২০১৯,শনিবার: আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ''বর্তমান সরকারের লক্ষ্য একজন ব্যক্তিও এ দেশে বেকার থাকবে না। শেখ হাসিনা সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে সরকার।''
গণপূর্ত মন্ত্রী বলেন, ''আজকে যারা শিক্ষার্থী, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। ভবিষ্যত নেতৃত্বকে সঠিক শিক্ষা দিতে না পারলে দেশ এগোবে না। এজন্য জাতীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক বরাদ্দ প্রদান করা হয়।'' তিনি আরো বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। আমাদের উন্নয়নে আমরা জাপানের সম্পদ কাজে লাগাতে চাই। একই সাথে আমাদের সম্পদ জাপানসহ বিশ্বের সকল দেশে পৌঁছে দিতে চাই। জাপান বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। শিক্ষাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় জাপান... সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।
শ ম রেজাউল করিম বলেন, ''নারী শিক্ষার অগ্রগতিতে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে উন্নয়ন সম্ভব নয়। মানহীন শিক্ষা আমরা প্রত্যাশা করি না। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর জন্য সকল সুযোগ-সুবিধা দিতে সরকার প্রস্তুত। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।''
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, " শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। যেখানে দারিদ্র্য ও কোন বৈষম্য থাকবে না। কোন মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবে না। আমাদের প্রয়োজন সততা আন্তরিকতা ও একাগ্রতা।"
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম।
মন্তব্য