ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি সংসদে
- জাতীয় - সরকার
- ১৬ জানুয়ারি ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ২৯৬৩৩
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২০ বৃহস্পতিবার : আজ সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ দলীয় সদস্য পংকজ দেবনাথ ''ঢাকায় ভোটের তারিখ দুই দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ভোট ও পূজা একই দিনে হওয়ার বিষয়টি উল্লেখ করে পংকজ বলেন, সরস্বতী পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ একটি ষড়যন্ত্র। কারণ হিন্দু ধর্মাবলম্বী বেশিরভাগই নৌকায়... ভোট দেয়। তাদের ভোটের দিন পূজায় ব্যস্ত রাখা হবে; অন্যদিকে অন্য পরিস্থিতি তৈরি করা হবে।
তিনি বলেন, দেশে নানা কারণে এর আগে এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিয়ে ভোট দুই দিন পিছিয়ে দেওয়া যায়। সিদ্ধান্তটি আপিল বিভাগের মাধ্যমে হতে পারে; আবার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশেও এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনেক জটিল সমস্যার সমাধান হয়েছে।
মন্তব্য