দুঃস্থ ও দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসুনঃ রাষ্ট্রপতি
- জাতীয় - সরকার
- ২৫ এপ্রিল ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৫১৯৩৫
ঢাকা, ২৫ এপ্রিল ২০২০, শনিবারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ করোনা পরিস্থিতিতে সমাজের স্বচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বিশ্বব্যাপী এ মহামারীর ফলে এ বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভাবে পালিত হবে উল্লেখ করে রাষ্ট্রপতি নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি অশেষ বরকত, মাগফিরাত ও... নাজাতের এ মাসে মহান আল্লাহ্র নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ কাজে লাগিয়ে রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানান।
তিনি বলেন, "সিয়াম ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি"।
মন্তব্য