English
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
...

৫ মে পর্যন্ত আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

সুপ্রিমকোর্ট

ঢাকা, ২৬ এপ্রিল ২০২০, রবিবারঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে স্বল্প পরিসরে উচ্চ ও নিম্ন আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে ৫ মে পর্যন্ত।

আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় গত ২৩ এপ্রিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে।" এতে বলা হয়েছে, ছুটিকালীন সময়ে উচ্চ আদালত পরিচালনা না... করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। চার দফায় ছুটি বাড়িয়ে তা এখন ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ কথা জানান। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও আজ প্রকাশ করা হয়েছে।




মন্তব্য

মন্তব্য করুন