আজ রবিবার লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ
- সারাবাংলা - চট্টগ্রাম নোয়াখালী
- ২৪ মে ২০২০ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ৪৫১৮৮
ঢাকা, ২৪ মে ২০২০, রবিবার: আজ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার ১১টি গ্রামের হাজার খানেক মানুষ বরাবরের মত এবারো সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে।
জানা গেছে সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ জামে মসজিদে মাওলানা আমিনুল ইসলাম খাঁনের ইমামতিতে ঈদের নামাজের একটি জামাত অনুষ্ঠিত হবে। জেলার রামগঞ্জ... উপজেলার বিঘা, জয়পুরা, বারো ঘরিয়া, শরশৈই, হোটাটিয়া, নোয়াগাঁও, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপাসহ মোট ১১টি গ্রামের মুসল্লিরা এতে শরিক হবেন।
উল্লেখ্য, এ এলাকায় বেশ কিছু মানুষ মাওলানা ইসহাক (রহঃ) এর অনুসারি এবং এরা বিগত ৪১ বছর যাবৎ মক্কা ও মদীনা শরীফ অর্থাৎসৌদি আরবের সাথে একই দিনে ঈদের নামাজ পড়ে আসছে।
মন্তব্য