রাষ্ট্রপতির সাথে স্পিকার সহ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- জাতীয় - সরকার
- ২৪ ফেব্রয়ারি ২০১৯ - ৬ বছর আগে
- পড়া হয়েছে - ২৮০৬৮
ঢাকা, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯, সরকার ডেস্কঃ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় স্পিকার ড. শিরীন শারিমন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, চতুর্থবারের মত প্রধানমন্ত্রী... হওয়া এবং সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমান সরকারের সার্বিক সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি হামিদ তৃতীয় বারের মত স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকেও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন। (সংবাদ সুত্রঃ বাসস)
মন্তব্য