শেখ হাসিনা আজ বাকু গেলেন
- জাতীয় - সরকার
- ২৫ অক্টোবর ২০১৯ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ২৮৮০৫
ঢাকা, ২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার এই সফর। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, মুখ্য সচিব এম নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, সামরিক তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন, বেসামরিক ও সামরিক... উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
আগামীকাল শুক্রবার ১শ’ ২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যাম এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে দুইদিন ব্যাপী এ সম্মেলনটি আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতিসংঘের পরেই ন্যাম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফোরাম। ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বানডং এ অনুষ্ঠিত সম্মেলনের নীতিমালার ভিত্তিতে ১৯৬১ সালে যুগোস্লাভিয়া বেলগ্রেডে ন্যামটি প্রতিষ্ঠিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রোজ, মার্শাল টিটো ছিলেন মূল উদ্যোক্তা। ২০১৬ সালে ১৭তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। বর্তমান ন্যাম সম্মেলনের চেয়ারপারসন হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মন্তব্য