পানি ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কিন্তু দিন দিন সুপেয়, বিশেষ করে বোতলজাত খনিজ পানির দাম বেড়েই চলেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিশ্বের সবচেয়ে বেশি দামে বোতলজাত পানি বিক্রি হয় ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। সেখানে এক লিটার পানির দাম গড়ে ৫৬০ টাকা, আর কিছু ক্ষেত্রে তা বেড়ে দাঁড়ায় ১,৫৯০ টাকা পর্যন্ত।
অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর প্রতিবেদনে বলা হয়, বোতলজাত পানি এখন বিশ্বজুড়ে একটি সাধারণ ও জনপ্রিয় পণ্য। তবে পানির মূল্য দেশে দেশে ভিন্ন হয়ে থাকে। সবচেয়ে ব্যয়বহুল বোতলজাত পানি পাওয়া যায় যে পাঁচটি দেশে, তার সবই ইউরোপে। সুইজারল্যান্ডের পাশাপাশি তালিকায় রয়েছে লুক্সেমবার্গ (৪১৫ টাকা), ডেনমার্ক (৩৫৭ টাকা), জার্মানি (৩৩০ টাকা) ও নরওয়ে (৩২৯ টাকা)।
শীর্ষ দশে আরও রয়েছে অস্ট্রিয়া (৩২৫ টাকা), বেলজিয়াম (৩১৬ টাকা), নেদারল্যান্ডস (৩১২ টাকা), অস্ট্রেলিয়া (২৭৪ টাকা) ও ইসরায়েল (২৬৯ টাকা)। এসব দেশের তুলনায় এশিয়ার অনেক দেশেই পানির দাম তুলনামূলকভাবে অনেক কম।

১০০টি দেশের বোতলজাত পানির মূল্য বিশ্লেষণ করে তৈরি করা তালিকায় বাংলাদেশ রয়েছে একেবারে নিচের দিকেই। দেশে এক লিটার পানির দাম গড়ে মাত্র ২০ টাকা। বাংলাদেশের চেয়ে কম দামে পানি পাওয়া যায় শুধু মিসরে—সেখানে দাম মাত্র ১৫ টাকা।
পড়শি দেশগুলোর মধ্যে ভারতের এক লিটার পানির দাম ২৫ টাকা, পাকিস্তানে ৩২ টাকা, শ্রীলঙ্কায় ৫৫ টাকা এবং নেপালে ২৫ টাকা।

