গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা তুলনামূলকভাবে উচ্চ সংক্রমণের হার নির্দেশ করে। তবে আশার কথা হলো, এ সময়ে করোনায় কেউ মারা যাননি।
আক্রান্তদের সবাই রাজধানী ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন, ৯ জুন, ৪১টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।
করোনায় মৃত্যুর সর্বমোট সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই অপরিবর্তিত রয়েছে।
মহামারির শুরু থেকে দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ১৩.৫ শতাংশ।
এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে অপ্রয়োজনে এসব দেশ ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

