চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ, স্ত্রী শেলী মান্নার পরিকল্পনায় জীবনীভিত্তিক সিনেমা

Date:

Share post:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

তিন শতাধিক সিনেমায় অভিনয় করা মান্না একসময় ঢালিউডের সফলতার প্রতীক ছিলেন। তার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক আর ব্যবসাসফল ছবি। তার শূন্যতা আজও স্পষ্ট ঢাকাই সিনেমায়।

প্রয়াত এই নায়কের জীবনকাহিনি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, মান্নার মৃত্যু রহস্যের মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু হবে। শেলী মান্না বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটি রাফ চিত্রনাট্য তৈরি হয়েছে। তবে আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। যখন শেষটা জানা যাবে, তখনই সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি করে কমপ্লিট সিনেমা বানানো সম্ভব হবে।’

প্রতিবছরের মতো এবারও মান্নার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী বেদনাদায়ক একটি দিন। এখানে উৎসবের কিছু নেই। তবে আমরা পারিবারিকভাবে দোয়ার আয়োজন করেছি। পাশাপাশি সারা দেশে তার ভক্তরাও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।’

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধান’ কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন মান্না। নায়করাজ রাজ্জাকের হাত ধরে তিনি প্রথম সিনেমায় সুযোগ পান। তার অভিষেক সিনেমা ‘তওবা’ হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ছিল ‘পাগলী’। তবে তিনি দর্শকদের নজরে আসেন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমার মাধ্যমে।

এরপর ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘অন্ধ প্রেম’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘দেশদ্রোহী’-এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি ঢালিউডের শীর্ষ নায়কদের একজন হয়ে ওঠেন। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন মান্না।

আজও চলচ্চিত্রপ্রেমীরা তাকে ভালোবাসায় স্মরণ করে এবং তার শূন্যতা ঢালিউডে অনুভব করে।

Related articles

ব্রেইন স্ট্রোক: কীভাবে হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ এমন একটি গুরুতর চিকিৎসাগত অবস্থা, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় অথবা...

নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াতে মনোনয়ন যুদ্ধ

বাংলাদেশের রাজনীতি বর্তমানে দলীয় মনোনয়নপ্রক্রিয়াকে ঘিরে প্রবল অস্থিরতা ও অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপি ও সহযোগী...

আয়কর রিটার্নে আপনার জমানো অর্থ কীভাবে উল্লেখ করবেন

প্রতিবছর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, যেখানে পুরো বছরের আয় ও ব্যয়ের পূর্ণ চিত্র উল্লেখ করতে হয়।...

বাংলাদেশে স্বর্ণের দাম কেন ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বেশি?

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায়ও বাংলাদেশে...