বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী মৃত্যুবরণ

Date:

Share post:

ঢাকা: দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

ডা. আরিফুল বাশার জানান, সানজিদা আক্তার বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। তবে তিনি যে শুধুমাত্র এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, তা বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল অন্য আরও শারীরিক জটিলতার কারণে।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, “এইচএমপিভি ভাইরাসটি নতুন নয়, প্রতিবছরই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। এটি শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আগে থেকেই ছিল।”

এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল থেরাপি বা ভ্যাকসিন না থাকায়, রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়।

চলতি বছরের শুরুতে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি করে। ভাইরাসটি এরপর জাপান এবং ভারতেও ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যাদের আগে থেকেই শারীরিক সমস্যা রয়েছে।

Related articles

ব্রেইন স্ট্রোক: কীভাবে হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ এমন একটি গুরুতর চিকিৎসাগত অবস্থা, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় অথবা...

নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াতে মনোনয়ন যুদ্ধ

বাংলাদেশের রাজনীতি বর্তমানে দলীয় মনোনয়নপ্রক্রিয়াকে ঘিরে প্রবল অস্থিরতা ও অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপি ও সহযোগী...

আয়কর রিটার্নে আপনার জমানো অর্থ কীভাবে উল্লেখ করবেন

প্রতিবছর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, যেখানে পুরো বছরের আয় ও ব্যয়ের পূর্ণ চিত্র উল্লেখ করতে হয়।...

বাংলাদেশে স্বর্ণের দাম কেন ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বেশি?

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায়ও বাংলাদেশে...