ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ 

Date:

Share post:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে। এ সংঘর্ষটি ১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ঘটে।

স্থানীয় পুলিশ ও বাসিন্দারা জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া এবং রাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে স্থানীয় সালিশে বিষয়টি সমাধান হলেও ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জের ধরে ১ এপ্রিল সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন। আহতদের সিলেট ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের সিলেট ও জগন্নাথপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. তামজিদ হোসেন জানান, আহতদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরে গুলি লাগানোর বিষয়টি রিপোর্ট আসার পর জানা যাবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত।”

Related articles

আয়কর রিটার্নে আপনার জমানো অর্থ কীভাবে উল্লেখ করবেন

প্রতিবছর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, যেখানে পুরো বছরের আয় ও ব্যয়ের পূর্ণ চিত্র উল্লেখ করতে হয়।...

বাংলাদেশে স্বর্ণের দাম কেন ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বেশি?

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায়ও বাংলাদেশে...

সুদানের মুসলিমদের বেঁচে থাকার লড়াই: গৃহযুদ্ধ, ক্ষুধা, আর অনিশ্চয়তার ছায়া

সুদান আফ্রিকার উত্তর-পূর্বে অবস্থিত একটি প্রধানত মুসলিম দেশ, যেখানে মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশেরও বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী।...

২০৩৪ ওয়ার্ল্ড কাপে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির ঘোষণা সৌদি আরবের

ফুটবল খেলার প্রতি মানুষের ভালোবাসা পৃথিবীজুড়ে এতটাই গভীর, যে এর সাথে যুক্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি খেলা, আমাদের মনে...