মেয়ের পাঠানো টাকায় প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে এসেছি

Date:

Share post:

খালেদা জিয়ার জীবন কেবল একটি রাজনৈতিক জীবনী নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষার এক দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি। তাঁর পুরো জীবনটাই ছিল লড়াইয়ের—স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং ব্যক্তিগতভাবে অসুস্থতা ও নির্যাতনের মধ্যেও আপসহীন থাকার লড়াই।

একজন সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটি মোটেও সহজ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা, নেতৃত্ব ও সাহস দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা, কারাবরণ, মিথ্যা মামলা—কোনো কিছুই তাঁকে আদর্শ থেকে সরাতে পারেনি।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগলেও খালেদা জিয়া কখনো নীতির প্রশ্নে আপস করেননি। মৃত্যুর মুখোমুখি অবস্থাতেও তাঁর দৃঢ়তা ছিল অটুট। ক্ষমতার লোভ কিংবা ভয় তাঁকে মাথানত করাতে পারেনি। এ কারণেই তিনি শুধু একজন নেত্রী নন—তিনি প্রতিরোধের প্রতীক, সাহসের প্রতীক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর লক্ষ লক্ষ কর্মীর কাছে খালেদা জিয়া একজন রাজনৈতিক নেত্রীর চেয়েও বেশি কিছু। তিনি অনুপ্রেরণা। আমরা গর্ব করে বলতে পারি—আমরা খালেদা জিয়ার কর্মী। কারণ তাঁর রাজনীতি ছিল আত্মমর্যাদার, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি।

আজ যখন তাঁর শারীরিক অবস্থার কথা মনে করি, তখন হৃদয় ভারী হয়ে আসে। একই সঙ্গে বুক ভরে ওঠে গর্বে—এমন একজন নেত্রী আমাদের ইতিহাসে আছেন, যিনি জীবনের শেষ প্রান্তেও আদর্শ বিসর্জন দেননি।

আজ আমরা তাঁর জন্য দোয়া করি। আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর রুহ ও মনকে শান্তিতে রাখেন এবং তাঁর সংগ্রামী জীবনের প্রতিটি ত্যাগ কবুল করেন—আমিন।

খালেদা জিয়া থাকবেন ইতিহাসে, থাকবেন গণতন্ত্রের লড়াইয়ে, থাকবেন প্রতিটি সাহসী কণ্ঠে—যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আছে।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...