ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে, ভূমিকম্পপ্রবণ ডেড সি রিফট ভ্যালি এলাকায়। এই অঞ্চলটি আফ্রিকান ও আরব টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে ভূমিকম্প ঘটে থাকে।
ভূমিকম্পের কম্পন শুধু দক্ষিণাঞ্চলেই নয়, মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকাতেও টের পাওয়া গেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অনেক মানুষ হঠাৎ কম্পনের কারণে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় করে দেয় এবং ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়।
দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল ও জরুরি সেবাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন, হোটেল ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো কাঠামোগত ক্ষতি থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, ডেড সি রিফট ভ্যালি অঞ্চল ঐতিহাসিকভাবেই ভূমিকম্পপ্রবণ। অতীতে এখানে বড় ধরনের ভূমিকম্পের নজির রয়েছে, যদিও সাম্প্রতিক এই কম্পনটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার। তবুও ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণে ইসরায়েল কর্তৃপক্ষ নাগরিকদের ভূমিকম্পকালীন নিরাপত্তা নির্দেশনা মেনে চলার এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

