নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

Date:

Share post:

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল সভায় এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত গৃহীত হয় এবং স্পষ্ট করে জানানো হয়—ভারতে খেলতে না এলে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।

পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ সরকার ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর নিজেদের অবস্থানে অনড় থাকায় নির্ধারিত সময়সীমা শেষে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে। র‍্যাঙ্কিং ও আগের পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-তে খেলবে এবং ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এদিকে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং ভেন্যু পরিবর্তনের জন্য বিসিবির শেষ মুহূর্তের আবেদনও আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটি খারিজ করে দেয়। এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও দুবাই ও এডিনবার্গের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

কিশোরগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে বস্তাবন্দি করে অপহরণের চেষ্টা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয় লোকজনের দ্রুত হস্তক্ষেপে শিশু...