শুধুমাত্র সম্পত্তি ভাগাভাগি জেরে আপন ভাইয়ের চোখ তুলে নিল।

বরিশাল জেলার মুলাদি উপজেলা নাজিরপুর ইউনিয়ন সাহেবের চর গ্রামে সম্পত্তির ভাগাভাগি জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবা আশেদ বেপারী হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই রোকন বেপারী তার স্ত্রী ও মেয়ে, সপন বেপারী। এই ঘটনায় থমথমে পুরো এলাকায়।

