দীর্ঘ ৬ বছর পর ইউরোপের শেষ চারে বার্সেলোনা

Date:

Share post:

ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে কাতালান ক্লাবটি।

প্রথম লেগে নিজেদের মাঠে দারুণ খেলেছে বার্সা। ডর্টমুন্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় হানসি ফ্লিকের দল।

এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ডর্টমুন্ডের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারলেও প্রথম লেগের বড় ব্যবধানের সুবাদে aggregate স্কোরে ৫-৩ ব্যবধানে জয়লাভ করে বার্সা।

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার জন্য। ম্যাচের মাত্র ১১ মিনিটে গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টি পায় ডর্টমুন্ড। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সেরহু গিরাসি। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা।

তবে পরবর্তী সময়ে গুছিয়ে নিয়ে খেলার নিয়ন্ত্রণ নেয় কাতালানরা। যদিও দ্বিতীয় লেগে পরাজিত হয় তারা, তবুও দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করে দীর্ঘদিন পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মঞ্চে নিজেদের নাম লেখায়।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...