ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন আবুল কালাম নামের এক তরুণ উদ্যোক্তা। মাত্র ৩৫ বছর বয়সী এই মানুষটির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। কালামের রেখে যাওয়া দুই সন্তানের মধ্যে ছেলেটির বয়স পাঁচ বছর এবং মেয়েটির বয়স মাত্র তিন—এই কোমল বয়সেই তারা পিতৃহারা হলো। পরিবার সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আবুল কালাম একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। তিনি পরিবারসহ নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং ব্যবসায়িক কারণে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসেন, সেখানকার কাজ শেষ করে দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় যান। ঠিক সেই সময় মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথায় আঘাত হানে, ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ দুর্ঘটনায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ফার্মগেট এলাকার পরিবেশ, জড়ো হয় পথচারীরা।

নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার জানান, “দুপুরে টেলিভিশনে দেখি খবর—মেট্রোরেলের নিচে একজন মারা গেছে। পরে যখন ফেসবুকে একটি পাসপোর্টের ছবি দেখি, তখনই বুঝতে পারি ওটা আমাদের কালাম ভাই।” তিনি আরও বলেন, “ছোটবেলাতেই কালাম তার বাবা-মাকে হারিয়েছিল, ভাইবোনের কাছে বড় হয়েছে। মৃত্যুর কিছুক্ষণ আগেও পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল।” এমন মর্মান্তিক মৃত্যুর খবরে কালামের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন, বারবার প্রশ্ন করছেন—কেন এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে হলো একজন পরিশ্রমী মানুষের জীবনে? এলাকাবাসীরাও ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। তারা বলছেন, এত বড় প্রকল্পে যদি সামান্য অবহেলার কারণে একজন তরুণ উদ্যোক্তার জীবন চলে যায়, তবে এটি নিঃসন্দেহে দায়িত্বহীনতার ভয়াবহ উদাহরণ।
আবুল কালামের সহকর্মী ও প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও হাসিখুশি মানুষ। নিজের পরিবারকে ঘিরে অনেক স্বপ্ন ছিল তার—দুই সন্তানের জন্য গড়ে তুলতে চেয়েছিলেন নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু একটি যান্ত্রিক ত্রুটি বা অবহেলার কারণে মুহূর্তেই থেমে গেল সেই স্বপ্নময় জীবন। কালামের মৃত্যুর ঘটনায় পুরো নারায়ণগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তার পরিচিতরা বলছেন, শুধু একজন মানুষ নয়, হারিয়ে গেল এক সংগ্রামী তরুণের জীবনযুদ্ধের গল্প—যার অবসান হলো রাজধানীর ব্যস্ততম এলাকায়, এক টুকরো লোহার নিচে।

ক্যারিয়ার গঠনের জন্য সেরা ও স্বাধীন পথ ফ্রিল্যান্সিং, আজকের যুগে একটি স্থায়ী ও সফল ক্যারিয়ার গড়ার অন্যতম মাধ্যম।

