আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর অংশ হিসেবে ট্রফিটি ঢাকায় আসে।
এই সফরে ট্রফির সঙ্গে রয়েছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আর্সেনালের সাবেক এই তারকা ফুটবলারকে ঘিরেও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
২০২৬ বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয় ৩ জানুয়ারি, যার প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর কয়েকটি দেশ সফরের পর ট্রফিটি বাংলাদেশে পৌঁছায়। এটি বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফির চতুর্থ আগমন। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে ট্রফিটি বাংলাদেশে এসেছিল।

ট্রফি আগমন উপলক্ষে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয় বরণ অনুষ্ঠান। পরে দুপুরে ট্রফিটি ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে স্থানান্তর করা হয়, যেখানে সন্ধ্যা পর্যন্ত এটি প্রদর্শিত হবে। এরপরই বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি।
তবে ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণকারী নির্বাচিত বিজয়ীরা।
১৫০ দিনের বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি থামবে বিশ্বের ৭৫টি ভিন্ন স্থানে। এই সফরের শেষ গন্তব্য হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। আগামী ১২ জুন, মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

