প্রিমিয়ার লিগ: ম্যান ইউনাইটেড-লিভারপুলের হার, জিতেছে চেলসি-ব্রেন্টফোর্ড

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শিরোপা নিশ্চিতের ঠিক পরের ম্যাচেই চেলসির বিপক্ষে খেই হারিয়েছে লিভারপুল। ৭ গোলের ধ্রুপদী লড়াইয়ের অন্য ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার (৪ মে) আলাদা ম্যাচে মাঠে নামে অলরেডস ও রেড ডেভিলরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অলরেডদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে চেলসি। খেলার ৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। পেদ্রো নেতোর দারুণ ক্রসে বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান এনজো ফার্নান্দেজ। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর ম্যাচে ৫৬তম মিনিটে আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। খেলার শেষদিকে লিভারপুলের হয়ে অধিনায়ক ফন ডাইক শোধ করেন এক গোল। আর ইনজুরি টাইমের ৬ষ্ঠ মিনিটে স্পট কিক থেকে পাওয়া গোলে চেলসির বড় জয় নিশ্চিত করেন পালমার।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ।

লিগের অপর ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে প্রতিপক্ষের কাছে ৪-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের মাঠে শুরুটা অবশ্য ভালো করেছিল রেড ডেভিলরা।

ম্যাচের ১৪তম মিনিটে গারনাচোর অ্যাসিস্ট থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন ম্যাসন মাউন্ট। ২৭ মিনিটে আত্মঘাতী গোলের কল্যাণে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। ৬ মিনিট পর কেভিন শাডের ফিনিশিংয়ে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৭০তম মিনিটে এই জার্মান মিডফিল্ডারের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। আর ৭৪ মিনিটে ইয়োনে উইসা’র ফিনিশিংয়ে ৪-১ গোলের লিড নেয় স্বাগতিকরা।

শেষদিকে দুই গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

উল্লেখ্য, ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে চেলসি। সমান সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রেড ডেভিলরা।

Related articles

ব্রেইন স্ট্রোক: কীভাবে হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ এমন একটি গুরুতর চিকিৎসাগত অবস্থা, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় অথবা...

নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াতে মনোনয়ন যুদ্ধ

বাংলাদেশের রাজনীতি বর্তমানে দলীয় মনোনয়নপ্রক্রিয়াকে ঘিরে প্রবল অস্থিরতা ও অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপি ও সহযোগী...

আয়কর রিটার্নে আপনার জমানো অর্থ কীভাবে উল্লেখ করবেন

প্রতিবছর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, যেখানে পুরো বছরের আয় ও ব্যয়ের পূর্ণ চিত্র উল্লেখ করতে হয়।...

বাংলাদেশে স্বর্ণের দাম কেন ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বেশি?

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায়ও বাংলাদেশে...