রাজধানীর খিলগাঁও থানার অন্তর্গত দক্ষিণ বনশ্রী এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার লিলি (১৮)। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ বনশ্রী ১০ তলার সামনে একটি টিনসেট বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে লিলির বড় বোন শোভা জিমে যাওয়ার সময় বাসায় লিলিকে একা রেখে যান। পরে বাসায় ফিরে এসে তিনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় লিলির মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরে আর কেউ উপস্থিত ছিল না।
নিহতের বোন শোভা দাবি করেন, তাদের হোটেলের এক কর্মচারী মিলন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তার ভাষ্যমতে, ঘটনার দিন দুপুরে খাবার নিতে মিলন বাসায় এসেছিল।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাতেমা আক্তার লিলি অবিবাহিত এবং একটি কলেজে পড়াশোনা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সন্দেহভাজনদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

