জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিনের নানা গুঞ্জনের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি এই প্রথম প্রকাশ্যে নিশ্চিত করেছেন তাহসান। হোয়াটসঅ্যাপে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন।

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এ বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে জানতে চাইলে তাহসান জানান, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। পাশাপাশি অ্যানিভার্সারি উদ্যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয় বলেও স্পষ্ট করেন তিনি।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এ নিয়ে আমি বিস্তারিত কথা বলব, তবে এখন নয়।” কবে এবং কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি বেশ বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি এ নিয়ে বিস্তারিত জানাবেন।

