নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অংশ নিতে গিয়ে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। অনুষ্ঠান শেষে তিনি যখন ফরাসি দূতাবাসের উদ্দেশে রওনা দেন, তখন হঠাৎ নিউইয়র্ক পুলিশের একটি দল তাঁর গাড়িবহর থামিয়ে দেয়। কারণ, একই সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল, এবং তার মোটরকেড রাস্তা দিয়ে অতিক্রম করছিল। একজন পুলিশ অফিসার ম্যাকরনকে সোজাসাপটা জানিয়ে দেন, “দুঃখিত, এখন কাউকে যেতে দেওয়া যাবে না।

রাস্তা বন্ধ, একজন ‘লিডার’ আসছেন।” তখন ম্যাকরন কিছুটা অবাক হয়ে নিজেই ফোন করেন ট্রাম্পকে এবং হেসে বলেন, “দেখো কী অবস্থা, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, সব তোমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে!” একপর্যায়ে রাস্তা পথচারীদের জন্য খুলে দেওয়া হলে তিনি গাড়ি ছেড়ে পায়ে হেঁটে দূতাবাসের দিকে রওনা দেন। হাঁটতে হাঁটতেই তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথন চালিয়ে যান। এই পুরো ঘটনা সাংবাদিকদের নজরে আসে এবং পরে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনাটি কূটনৈতিক জটিলতার চেয়ে বরং এক রকমের হালকা রসিকতা ও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের একটি মানবিক দিক তুলে ধরে।
ম্যাকরনের হেঁটে যাওয়ার ভিডিও এবং ট্রাম্পকে ফোন করার কাহিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্যও হতে থাকে।

