দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, ফেরার পথে ফেসবুকে আবেগী বার্তা

Date:

Share post:

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়িসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন; তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের প্রায় ৫০ জন নেতাকর্মী ছিলেন।

দেশে ফেরার পথে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন। ২৫ ডিসেম্বর ভোর ৫টা ১৫ মিনিটে ‘ফেরা’ শিরোনামে প্রথম পোস্টে উড়োজাহাজে বসে তোলা একটি ছবি প্রকাশ করেন এবং সকাল ৯টা ৩৪ মিনিটে আরেক পোস্টে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”—সঙ্গে ছিল জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা তাঁর ছবি। বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছে তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...