ইমাদ–সানিয়ার বিচ্ছেদ: সংসার ভাঙার পেছনে কি ‘তৃতীয় পক্ষ’?

Date:

Share post:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে সিলেটে অবস্থানরত পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়, সে অনুরোধও জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগত বিষয়টি সম্মান করার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর তথ্য বা পুরোনো ছবি ছড়ানো থেকে বিরত থাকতে বলেন।

তবে ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে পাল্টা বক্তব্য দেন সানিয়া আশফাক। তিনি দাবি করেন, তাঁদের দাম্পত্য জীবনের ভাঙনের পেছনে এক ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপই মূল কারণ। সানিয়ার অভিযোগ, এই পরিস্থিতিতে তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। যদিও তিনি সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন, তৃতীয় পক্ষের সম্পৃক্ততা তাঁদের সম্পর্কের জন্য চূড়ান্ত আঘাত হয়ে আসে বলে উল্লেখ করেন।

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ইমাদ ও সানিয়ার সংসারে তিন সন্তান রয়েছে। ইমাদ সন্তানদের দায়িত্বশীলভাবে দেখভালের আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান। ব্যক্তিগত এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...