ঢাকায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

Date:

Share post:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে একটি বাসা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

আটকের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি জানায়, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

খায়রুল হক সবচেয়ে বেশি আলোচিত হন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের ঐতিহাসিক রায়ের জন্য। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ ও রায় জালিয়াতির অভিযোগে মামলা করা হয়। গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া এই মামলাটি করেন। ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে ২০১৩ সালে তাঁকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং কয়েক দফা পুনর্নিয়োগের পর ২০২3 সালের ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।

বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল, ফতোয়া অবৈধ ঘোষণা, বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী, ঢাকার চার নদী রক্ষা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়ে অংশ নিয়েছিলেন।

Related articles

আজ ১৩ নভেম্বর—আতঙ্কের আশঙ্কায় সারা দেশ সতর্ক, প্রশাসনের হাই অ্যালার্ট জারি।

১৩ নভেম্বর—তারিখটি এ বছর যেন এক বিশেষ তাৎপর্য বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব, অজ্ঞাত হুমকি এবং বিভিন্ন...

জাতিসংঘকে ছাড়াই চলবে বিশ্ব- বিশেষজ্ঞদের সতর্কবার্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা, পশ্চিমা এজেন্ডার প্রতি পক্ষপাত এবং নিরাপত্তা পরিষদের অচলাবস্থার কারণে আজ বিশ্বজুড়ে জাতিসংঘের...

গৃহায়ন মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত- প্লট ও ফ্ল্যাট বিক্রয়ে আর লাগবে না অনুমোদন

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (বর্তমানের আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয় নামেও পরিচিত) একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে— এখন থেকে...

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহের পানি — এক ভয়াবহ সংকটের গল্প

ইরানের রাজধানী তেহরান বর্তমানে এক ভয়াবহ পানি সংকটের মুখোমুখি। শহরটির পানির রিজার্ভ এমন পর্যায়ে নেমে এসেছে যে, বিশেষজ্ঞদের...