পটুয়াখালীর বাউফলে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ: তিনজন গুরুতর আহত

Date:

Share post:

পটুয়াখালীর বাউফলে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণ
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কায়না গ্রামের মৃধা বাড়ি জামে মসজিদ থেকে প্রায় ২০০ গজ দূরে গান বাজানোর আয়োজন করেন প্লেনসিট ব্যবসায়ী ও মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ওরফে চুন্নু মৃধা। এ ঘটনায় মসজিদের মুসল্লিরা তাকে কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিপক্ষের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার ঘটনা
বুধবার রাতে চৌকিদার উজ্জল, দফাদার জসিম, উজ্জলের বাবা মজিবর, লিটন, দুলাল ও কালামসহ ১০-১২ জনের একটি দল কাসেম আলীর বাড়ির সামনে সাধারণ মুসল্লিদের ওপর হামলা চালায়। হামলায় ইউসুফ মৃধা (৬০), নাসির উদ্দিন (৩৮) ও সোহরাব (৬০) গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্তদের বক্তব্য
অভিযুক্ত মাহাবুবুর রহমান চুন্নু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার সময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী নিয়ে ছিলাম। কী হয়েছে, তা জানি না।’
অপর অভিযুক্ত চৌকিদার মো. উজ্জলও দাবি করেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না এবং কোনো মারামারিতে জড়াইনি।’

পুলিশের অবস্থান
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related articles

আজ ১৩ নভেম্বর—আতঙ্কের আশঙ্কায় সারা দেশ সতর্ক, প্রশাসনের হাই অ্যালার্ট জারি।

১৩ নভেম্বর—তারিখটি এ বছর যেন এক বিশেষ তাৎপর্য বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব, অজ্ঞাত হুমকি এবং বিভিন্ন...

জাতিসংঘকে ছাড়াই চলবে বিশ্ব- বিশেষজ্ঞদের সতর্কবার্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা, পশ্চিমা এজেন্ডার প্রতি পক্ষপাত এবং নিরাপত্তা পরিষদের অচলাবস্থার কারণে আজ বিশ্বজুড়ে জাতিসংঘের...

গৃহায়ন মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত- প্লট ও ফ্ল্যাট বিক্রয়ে আর লাগবে না অনুমোদন

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (বর্তমানের আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয় নামেও পরিচিত) একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে— এখন থেকে...

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহের পানি — এক ভয়াবহ সংকটের গল্প

ইরানের রাজধানী তেহরান বর্তমানে এক ভয়াবহ পানি সংকটের মুখোমুখি। শহরটির পানির রিজার্ভ এমন পর্যায়ে নেমে এসেছে যে, বিশেষজ্ঞদের...