বর্ষসেরা হয়ে নতুন ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ

Date:

Share post:

ইংল্যান্ড ফুটবলে দুর্দান্ত এক মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ (PFA) থেকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তিনবার এই পুরস্কার জিতে তিনিই এখন একমাত্র ফুটবলার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

৩৩ বছর বয়সী সালাহ গত মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন। প্রিমিয়ার লিগে ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট করে তিনি দলের সফলতার মূল স্তম্ভ হয়ে ওঠেন। এই অসাধারণ পরিসংখ্যানই তাকে এনে দিয়েছে এবারের পিএফএ ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

পুরস্কার হাতে নিয়ে সালাহ বলেন,

“আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় খেলোয়াড় হওয়ার, কিন্তু এমন অর্জন কল্পনাতেও ছিল না। সময়ের সঙ্গে স্বপ্ন বড় হয়, লক্ষ্যও স্পষ্ট হয়। এই পুরস্কার আমার অধ্যবসায়ের ফল।”

এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন সালাহর সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসল), কোল পামার (চেলসি) ও ডেকলান রাইস (আর্সেনাল)। তবে সালাহ যে পুরস্কার জিতবেন, তা অনেকটাই প্রত্যাশিত ছিল ফুটবল বিশ্লেষকদের কাছে।

অন্যান্য বিজয়ীরা:

🔹 বর্ষসেরা তরুণ ফুটবলার (ছেলে):
অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স এই সম্মান পেয়েছেন। ২৩ বছর বয়সী রজার্স ক্লাবটির ইতিহাসে পঞ্চম তরুণ খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতলেন। তিনি বলেন,

“আমি চাই এমন এক খেলোয়াড় হতে যাকে নিয়ে ভবিষ্যতে মানুষ আলোচনা করবে। আমার লক্ষ্য হলো তাদের পথ অনুসরণ করা যারা এই পুরস্কার জিতেছেন।”

🔹 বর্ষসেরা নারী ফুটবলার:
আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি এই স্বীকৃতি পান।

🔹 পিএফএ মেরিট অ্যাওয়ার্ড ২০২৫:
এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেট। দেশের ফুটবলে তাঁর অসামান্য অবদান ও নেতৃত্বগুণের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...