গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

Date:

Share post:

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের জানান, ‘গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সে ভয়ংকর বিস্ফোরণ ঘটে।

এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।’ বিস্ফোরণের ফলে কারখানার একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আতশবাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগের ফলে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিস্ফোরণের মাত্র একদিন আগে, সোমবার রাতে ভারতের আরেক রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়।

গুজরাটের এই মর্মান্তিক দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আতশবাজি কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

Related articles

রোজ সকালে মেথি ভেজানো পানি পান করলে কী হয় শরীরে?

মেথির বীজ প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ভেষজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মেথি...

বাংলাদেশ সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর নির্দেশ দিয়েছে কলকাতার হাইকোর্ট

ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ...

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে।...

নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের আপত্তি আমলে না নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ...