এক শ্বাসরুদ্ধকর অভিযানে দেশের দুই কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযানে তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযান ও গ্রেফতার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনও সক্রিয় রয়েছে। এছাড়া, তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সুব্রত বাইন ও মোল্লা মাসুদ উভয়েই ‘সেভেন স্টার গ্রুপ’-এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৭ সালে সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে এই কুখ্যাত সন্ত্রাসী গ্রুপটি গঠন করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর এই দুই সন্ত্রাসীর গ্রেফতার দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মতে, এই গ্রেফতারের মাধ্যমে দেশের অপরাধ জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটলো।

