শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার

Date:

Share post:

এক শ্বাসরুদ্ধকর অভিযানে দেশের দুই কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এক গোপন অভিযানে তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযান ও গ্রেফতার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।

উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনও সক্রিয় রয়েছে। এছাড়া, তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুব্রত বাইন ও মোল্লা মাসুদ উভয়েই ‘সেভেন স্টার গ্রুপ’-এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৭ সালে সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে এই কুখ্যাত সন্ত্রাসী গ্রুপটি গঠন করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর এই দুই সন্ত্রাসীর গ্রেফতার দেশব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযানে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মতে, এই গ্রেফতারের মাধ্যমে দেশের অপরাধ জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটলো।

Related articles

ব্রেইন স্ট্রোক: কীভাবে হয়, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

ব্রেইন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ এমন একটি গুরুতর চিকিৎসাগত অবস্থা, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় অথবা...

নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াতে মনোনয়ন যুদ্ধ

বাংলাদেশের রাজনীতি বর্তমানে দলীয় মনোনয়নপ্রক্রিয়াকে ঘিরে প্রবল অস্থিরতা ও অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপি ও সহযোগী...

আয়কর রিটার্নে আপনার জমানো অর্থ কীভাবে উল্লেখ করবেন

প্রতিবছর করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়, যেখানে পুরো বছরের আয় ও ব্যয়ের পূর্ণ চিত্র উল্লেখ করতে হয়।...

বাংলাদেশে স্বর্ণের দাম কেন ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বেশি?

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো—ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায়ও বাংলাদেশে...