কাশ্মীরে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু, প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন

Date:

Share post:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় পর্যটকদের ওপর চালানো এক জঙ্গি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। হঠাৎ করেই বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।

হামলাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে। পহেলগামের একটি খোলা মাঠে উপস্থিত পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা। তিনটি পৃথক নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা হতে পারে ২০ থেকে ২৬ জনের মধ্যে, যদিও সরকারি ভাবে নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, নিহতের সংখ্যা ২৬। অপরদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন, এএফপির উদ্ধৃতি দিয়ে জানায়, প্রাণহানির সংখ্যা অন্তত ২৪।

এটি বিগত কয়েক বছরে কাশ্মীর অঞ্চলে বেসামরিকদের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে।

হামলার শুরুতে ভারতীয় কিছু সংবাদমাধ্যম এক জন নিহত এবং সাত জন আহত হওয়ার কথা জানালেও পরে হতাহতের সংখ্যা অনেক বাড়ে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার সময় অনেক পর্যটক পাহাড়ি পথে ট্রেকিং করছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা পর্যটকদের মধ্যে মিশে ছিল এবং অপ্রত্যাশিতভাবে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

পুলিশ জানায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন তিনজন স্থানীয় বাসিন্দা এবং তিনজন রাজস্থানের বাসিন্দা।

বেশ কিছু বছর ধরে কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকরা। পর্যটকদের ওপর হামলার ঘটনা বহুদিনের মধ্যে এই প্রথম ঘটল। এই ধরনের সহিংসতা না থাকায় সম্প্রতি কাশ্মীরে পর্যটকের সংখ্যা বাড়ছিল। তবে এই হামলা সেই প্রবণতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, গত বছরের মে মাসেও পহেলগামে হামলায় দুই পর্যটক আহত হয়েছিলেন, যদিও সরকার তখন সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিল।

Related articles

আজ ১৩ নভেম্বর—আতঙ্কের আশঙ্কায় সারা দেশ সতর্ক, প্রশাসনের হাই অ্যালার্ট জারি।

১৩ নভেম্বর—তারিখটি এ বছর যেন এক বিশেষ তাৎপর্য বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব, অজ্ঞাত হুমকি এবং বিভিন্ন...

জাতিসংঘকে ছাড়াই চলবে বিশ্ব- বিশেষজ্ঞদের সতর্কবার্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা, পশ্চিমা এজেন্ডার প্রতি পক্ষপাত এবং নিরাপত্তা পরিষদের অচলাবস্থার কারণে আজ বিশ্বজুড়ে জাতিসংঘের...

গৃহায়ন মন্ত্রণালয়ের যুগান্তকারী সিদ্ধান্ত- প্লট ও ফ্ল্যাট বিক্রয়ে আর লাগবে না অনুমোদন

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (বর্তমানের আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয় নামেও পরিচিত) একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে— এখন থেকে...

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহের পানি — এক ভয়াবহ সংকটের গল্প

ইরানের রাজধানী তেহরান বর্তমানে এক ভয়াবহ পানি সংকটের মুখোমুখি। শহরটির পানির রিজার্ভ এমন পর্যায়ে নেমে এসেছে যে, বিশেষজ্ঞদের...